নগদ টাকা হাতিয়ে নেয়া স্বামী ও তার পরিবার কর্তৃক খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
শহর প্রতিনিধিঃ
সাতক্ষীরায় দ্বিতীয় বিয়ে গোপন করে মিথ্যা
আশ্বাসে নারী উদ্যোক্তার সাথে বিয়ে করে নগদ টাকা হাতিয়ে নেয়া
দেলোওয়ার হোসেন ও একাধিক নাশকতা মামলার আসামী তার বাবাসহ
কতিপয় ব্যক্তি কর্তৃক খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির
প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা
প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের
আয়োজন করেন, সদর উপজেলা খলিলনগর মোল্লা পাড়া গ্রামের নুর উদ্দিনের
কন্যা মোছা: বিলকিস নাহার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি স্বামী
পরিত্যাক্ত হয়ে ঢাকায় চাকুরিরত ছিলাম। পরবর্তীতে বাড়ি ফিরে একটি
মুরগির খামার করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। এছাড়া কাথন্ডা
বাজারে আমার একটি দোকান রয়েছে। সেটি ভাড়া দেওয়া রয়েছে। সম্প্রতি
কাথন্ডা দফাদার পাড়া এলাকার কাথন্ডা মাদ্রাসার শিক্ষক একাধিক নাশকতা
মামলার আসামী সামছুর রহমানের পুত্র দেলোওয়ার হোসেনের সাথে পরিচয়
ঘটে। আমার খামারে আসা যাওয়ার সুবাদে এক পর্যায়ে দেলোওয়ার বলে
আমার স্ত্রীর সাথে তালাক হয়ে গেছে, আপনিও স্বামী পরিত্যাক্ত সুতরাং
আমরা দুজন বিবাহ করলে ব্যবসা পরিচালনা করা যাবো এবং আমরা উভয়ই
সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তবে বর্তমানে গোপনে বিবাহ
করতে হবে। কিছুদিন পরে বিষয়টি স্ব-স্ব পরিবারের লোকজনদের জানাবো।
একজন নারীর স্বামী না থাকলে অনেকটা অসহায় লাগে এবং আমাদের সমাজও
ভিন্ন চোখে দেখে। এসব বিবেচনা করে সরল বিশ্বাসে গত ২৫ সেপ্টেম্বর
২০২১ ইং তারিখে ১লক্ষ টাকা দেন মোহর ধার্য্যে বিবাহ করি। বিবাহের
কিছুদিন পর কাথন্ডা বাজারে একটি দোকান নেয় দোকানে মালমাল
উঠানোর জন্য আমার কাছে টাকা চাইলে আমি সাড়ে ৪লক্ষ টাকা প্রদান
করি। তবে দোকানে অল্প কিছু টাকার মালামাল উত্তোলন করে। এরপর আমাদের
বিবাহের বিষয়টি জানা হওয়ার পর আমি জানতে পারি আমার স্বামী দেলওয়ার
আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে। প্রথম স্ত্রীর সাথে
ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পাখি মনি নামে দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ
করে এবং পাখি মনির গর্ভে একটি কন্যা সন্তানও রয়েছে। এরপর থেকে
দোকান বন্ধ করে প্রতারক স্বামী দেলোওয়ার পলাতক রয়েছে। স্বামী পলাতক
থাকলেও আমার শ্বশুর নাশকতা মামলার আসামী সামছুর রহমান তার পৌষ্য পুত্র
আলমগীর, শ্বাশুড়ী আরেফা ফারজানা, দ্বিতীয় স্ত্রী পাখি মনি, পাখি মনির
পিতার পরিবারের সদস্যরা আমাকে প্রকাশ্যে এবং বিভিন্ন মাধ্যমে আমাকে
হত্যা করে গুম করে দেওয়াসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি
প্রদর্শন করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমি প্রথম স্বামীর সাথে
ছাড়াছাড়ি হওয়ার পর নিজের মত করে বাঁচার জন্য উদ্যোক্তা হিসেবে মুরগির খামার পরিচালনা করে আসছিলাম। নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম।
কিন্তু সে স্বপ্নকে বাধা গ্রস্থ করে দেলোওয়ার আমার ঢাল হিসেবে
দাঁড়ানোর আশ্বাস দিয়ে আমাকে নি:শ্ব করে নগদ টাকা হাতিয়ে
পালিয়েছে। উপরোক্ত নাশকতা মামলার আসামীর পিতা এবং পরিবারের সদস্যরা
আমাকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শণ করে
যাচ্ছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছি। সংবাদ সম্মেলন
থেকে তিনি এ সময় নিজেকে একজন অসহায় নারী উদ্যোক্তাকে হিসেকে
তাকে পথে বাসানো পায়তারাবাজ দেলোওয়ার এবং তার বাবা একাধিক
নাশকতা মামলার আসামী সামছুর, আলমগীরসহ হুমকিদাতাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।