সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান কার্যক্রম শুরু,প্রথম দিনে টিকা নিলেন ৩‘শ শিক্ষার্থী
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে
করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল থেকে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে
৬ষ্ট থেকে দশম শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে
ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা সকাল
থেকে লাইনে দাড়িয়ে এ টিকা গ্রহন করেন। শিক্ষার্থীরা টিকা
নিতে পেরে তারা খুশি হয়েছেন বলে জানিয়েছেন।
সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান,
আজ ২০ ডিসেম্বর প্রথম দফায় সাতক্ষীরা সরকারী বালক উচ্চ
বিদ্যালয়ের টিকা প্রদান শুরু হয়। প্রথম দিনে ৫ শতাধিক
শিক্ষার্থী তালিকাভুক্ত থাকলে ৩ শতাধিক শিক্ষার্থীকে টিকা দেয়া
হয়েছে। বাকী দুই‘শ জনকে আগামীকাল ২১ ডিসেম্বর দেয়া
হবে। পর্যায়ক্রমে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান করা হবে।
তিনি আরো জানান, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৬০৫ টি
মাধ্যমিক স্কুল ও মাদ্রায় ১২ থেকে ১৮ বছর বয়সী ৯৮ হাজার
শিক্ষার্থীদের শরীরে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান
করা হবে।