সাতক্ষীরায় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কর্তৃক বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অধীনে বুধবার ১৫ ডিসেম্বর সকাল ১১টায় কাশেমপুর এ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। একই সাথে উপজেলার ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন। সাস এর মাইক্রো ফিন্যান্স এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাধন কুমার দাস এর সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মজনুর রহমান। এছাড়া সাস এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি, এম, হাবিবুর রহমান, উপ ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, আ লিক ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার গাজী শামীম হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ন পদক্ষেপ এটি। তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম সোপান হলো শিক্ষা আর এই শিক্ষা থেকে কোন শিশু যেন বাদ না যায় সে কারণে ঝরে পড়া ও কখনো বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুদের নিয়ে সরকারের এই পদক্ষেপ একটি যুগান্তকারী সূচনা। তিনি এই প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কে সাধুবাদ জানান এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।