বিনম্র শ্রদ্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
নিজস্ব প্রতিনিধি:
সকালে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন ও সন্ধায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিন¤্র শ্রদ্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের শেখ আশরাফুল হক চত্বরে সাংবাদিকরা হাতে হাতে মোমবাতি নিয়ে প্রজ্জ্বলিত করেন। এ সময় তারা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী বলেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি শত্রু বিতাড়নের চূড়ান্ত বিজয়ের মুহুর্তে রাজাকার আলবদর আল শামসরা জাতিকে মেধাশুন্য করার পরিকল্পনা করে। এরই জেরে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকাররা দেশের সূর্যসন্তানদের ধরে এনে হত্যা করে। পরে তাদের দেহ ফেলে দেওয়া হয় মিরপুর বধ্যভূমিতে। তিনি বলেন জাতির কোনো সন্তানকে হত্যা করে যেমন বাঙ্গালিকে দুর্বল করা যায়নি তেমনি ভারি অস্ত্র নিয়ে স্বাধীনতার বিরোধীতা করেও বাঙ্গালির বিজয় ঠেকানো যায়নি। একাত্তরের সেই সব ঘাতকদের প্রতি ঘৃণা ছুড়ে দিয়ে তিনি বলেন দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমাদের কাজ করতে হবে। মোমবাতি প্রজ্জ্বলনে আরও অংশ নেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নুর ইসলাম, সাবেক সভাপতি আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মাছুদুর জামান সুমন, বাংলাভিশনের মো. আসাদুজ্জামান যুগের বার্তার আমিনুর রশিদ ও যমুনা টিভির আহসানুর রহমান রাজীব প্রমূখ।