শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন
শহর প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে মেধা শূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী আল শামস ও আল বদর সদস্যদের হাতে নির্মম ভাবে নিহত স্বাধীনতার পক্ষের চেতনা ধারনকারী সাংবাদিক, শিক্ষক, ডাক্তার এবং সাংস্কৃতিক রাজনীতিক ব্যক্তিত্ব সহ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অঙ্গীকার করা হয় শহীদদের চেতনা বুকে ধারন করে আগামি দিনে সোনার বাংলা গড়ার।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ মিনারে জেলা প্রশাসক মো: হুমায়ূন কবিরের নেতৃত্বে পুষ্প্যমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, আনছার ব্যাটালিয়ন,স্কুল,কলেজ সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ পরিচালক মাসরুবা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: তানজিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন প্রমুখ।