সাতক্ষীরায় বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরায় বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা
একাডেমিক ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় সদরের
বল্লী ইউনিয়নের বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনছুর আলী’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করে চারতলা
একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী
এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান
মো. বজলুর রহমান ও বল্লী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান লাল্টু প্রমুখ। এসময়
উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু,
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম,
ইউপি সদস্য মো. সামছুর রহমান, বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য
মো. ফারুক হোসেন, মো. মিজানুর রহমান, বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক
মো. কামরুল ইসলাম, মো. মশিউর রহমান, সালমা পারভীন প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র
বাস্তবায়ণে “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের”(৩০০০ স্কুল)
প্রকল্পের আওতায় ২ কোটি ৩৮ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন
নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় নেতৃবৃন্দ ও বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং
কমিটির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।