সাতক্ষীরায় ‘সময়ের কাগজ’ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শহর প্রতিনিধি:
দেশের গণমাধ্যম এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে উল্লেখ করে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, দৈনিক সময়ের কাগজ পাঠক সমাজের চাহিদা পূরণে এগিয়ে যাচ্ছে। রাজনীতি, সরকার, বিরোধী দল সবার কথা পত্রিকার পাতায় তুলে ধরা ছাড়াও তারা পাঠকদের কথা বিবেচনায় রেখে নানামুখী সংবাদ প্রকাশ করে গনমাধ্যম জগতে একটি ভালো অবস্থান করে নিয়েছেন।
শনিবার ‘দৈনিক সময়ের কাগজ’ এর ১৫ বছরে পদার্পন উপলক্ষে সাতক্ষীরার সাংবাদিক ঐক্য অফিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম একথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরার সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, মহান বিজয়ের এই মাসে দৈনিক সময়ের কাগজের আত্মপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ন। পত্রিকাটি গণমানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাবে এমন প্রত্যাশা করছি।
সাংবাদিক ঐক্য’র আহবায়ক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, দেশটিভির শরিফুল্লাহ কায়সার সুমন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম প্রমুখ সাংবাদিক।
এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি আমিরুজ্জামান বাবু। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কেক কেটে দৈনিক সময়ের কাগজের জন্মদিন পালন করেন।