খুলনা ১২ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার
Post Views:
৫৬৭
খুলনা প্রতিনিধিঃ
খুলনা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ (বার) কেজি গাঁজা ও বহনকারী পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) খুলনা লবণচরা থানা পুলিশের অভিযানে মোহাম্মদনগর সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ আওয়ামীলীগ অফিসের সামনে থেকে আসামী মোঃ কাউসার ব্যাপারী(৩০), পিতা-হাজী আরজু ব্যাপারী, সাং-ঘুঞ্জুব মধ্যপাড়া, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা এবং মোঃ সোহেল ব্যাপারী(২৫), পিতা-মোঃ আবুল কাশেম মিয়া, সাং-উত্তর ত্রিশ, ইউনিয়ন-কোম্পানীগঞ্জ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাকে ১২ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার সাথে জড়িত গাঁজা বহনকারী পিকআপ এর ড্রাইভার অপর পলাতক আসামী ৩) মোঃ ইউসুফ (২৫), পিতা-অজ্ঞাত, সাং-কোম্পানীগঞ্জ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৫, তারিখ-০৯/১২/২০২১। ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।