সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত
আসাদুজ্জামানঃ
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব
গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নারীর প্রতি
সহিংসতা প্রতিরোধে ১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন
প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি
পালিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার আয়োজনে
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন
কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের
প্রোগাম অফিসার ফাতেমাতুজ জোহরা, সাতক্ষীরা মহিলা পরিষদের
চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোছনা আরা
প্রমুখ।
বক্তরা বলেন, বেগম রোকেয়া নারীশিক্ষার বিস্তার ও সমাজসেবায় নিজেকে
সারাজীবন আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন একজন মহিয়সী নারী।
তার মত প্রতিবাদী নারী বর্তমান সময়ে খুবই প্রয়োজন। বক্তারা এ সময়
নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সকলকে একসাথে কাজ করার আহবান
জানানো হয়।