বটিয়াঘাটা জলমা ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্দ শেষ,৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
খুলনা প্রতিনিধি–
বটিয়াঘাটা উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আ’লীগের ৩ বিদ্রোহী প্রার্থী। এছাড়া ৭ ডিসেম্মর মঙ্গলবার চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বরদের মাঝে প্রতিক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন অফিসার।
এসময় বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জলমা ইউনিয়নের নৌকার মাঝি অনুপ গোলদার, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ওয়ার্ড আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায় ও সমাজ সেবক এ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত । গতকাল সোমবার বিদ্রোহী প্রার্থীরা আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায়কে সমর্থন করেন বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এছাড়া আইনের জটিলতার কারণে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান এলাহি মনোনয়নপত্রটি বাতিল করেছেন নির্বাচন অফিসার। আগামী ২৬ ডিসেম্বর উপজেলার জলমা ইউনিয়নের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে গত ২৫ নভেম্বর মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন । গত সোমবার বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন সময়ে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এ ইউনিয়নে সর্বমোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিক প্রাপ্ত প্রার্থীরা হলেন।
জলমা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায় ( নৌকা) , জলমা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আশিকুজ্জামান আশিক ( আনারস) সদ্য আ’লীগে যোগদানকারী জলমা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লা ( মোটরসাইকেল) , ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ শরিফুল ইসলাম ( হাতপাখা), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ-সেবক মোঃ বিদার শিকদার (ঘোড়া।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সাত্তার বলেন, চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদন্ডিতা করছেন ৫ জন। ওয়ার্ড মেম্বর পদে প্রতিদন্ডিতা করছেন ৫৬ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বর পদে প্রতিদন্ডিতা করছেন ১৩ জন। আশা করি নির্বাচন উৎস মুখর এবং শান্তি পুর্ণ হবে বলে আশা করছি। আমি ইতি মধ্যে ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি সেখানে স্বচ্ছ এবং শান্তি পুর্ণ হয়েছে। সকালের সহযোগিতা পেলে জলমা ইউনিয়নও শান্তি পুর্ণ নির্বাচন উপহার দিবো বলে আশা করছি।
Please follow and like us: