ভেঙে ফেলা হবে মেসির ৩০০ কোটি টাকার হোটেল
স্পোর্টস ডেস্ক :
কিছুদিন আগেই রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি অর জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সুসময়ে থাকার মাঝেই দুঃসংবাদ পেলেন তিনি। স্পেনের কাতালুনিয়া শহরে তার ২৬ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা) হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় একটি আদালত।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেন্সিয়ালের বরাতে খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।
জানা গেছে, মিম সিটগেস নামের ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ না হওয়ার কারণেই এমন নির্দেশ দিয়েছেন আদালত। ৪ তারকা মানের এই হোটেল বার্সেলোনায় মেসির বাড়ির খুব কাছেই অবস্থিত। শুধু এখানেই নয়, ইবিজা ও মাজুরকাতে মেজিস্টিক হোটেল গ্রুপের অধীনেও মেসির হোটেল রয়েছে।
Please follow and like us: