তিন বছর পর মিরপুরে টেস্ট খেলতে নামলেন সাকিব
মাঠে গড়ালো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এ ম্যাচ দিয়ে তিন বছর পর মিরপুরে টেস্ট খেলতে নেমেছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এ টেস্ট দিয়ে সর্বশেষ টি-২০ বিশ্বকাপের পর আবারো জাতীয় দলের হয়ে মাঠে নামলেন সাকিব।
সর্বশেষ টি-২০ বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব। যে কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।
মিরপুরে তিন বছর পর টেস্ট খেলতে নামলেন সাকিব। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর মিরপুরের ভেন্যুতে দেশের হয়ে টেস্ট খেলেছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ছিলো সেটি। ঐ টেস্টের অধিনায়ক ছিলেন সাকিব। ম্যাচটি ইনিংস ও ১৮৪ রানে জিতেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ব্যবধানে হারায় ম্যাচে দ্বিতীয়বার ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। বল হাতে প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন সাকিব।
ঐ ম্যাচের পর মিরপুরের ভেন্যুতে মাত্র ৩ টেস্ট খেলেছে বাংলাদেশ। ভেন্যুটিতে এ পর্যন্ত ১৭ ম্যাচে ব্যাট হাতে ১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৪৫ দশমিক ২৭ গড়ে ১৩১৩ রান করেছেন সাকিব। আর বল হাতে ৬৩ উইকেট শিকার করেছেন সাকিব। ইনিংসে পাঁচবার ও ম্যাচে ১০ বার পাঁচ বা এর বেশি উইকেট নেন তিনি।
এ বছরের ফেব্রুয়ারিতে দেশের হয়ে চট্টগ্রামের মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। কাইল মায়ার্সের অপরাজিত ২১০ রানের সুবাদে নাটকীয়ভাবে ঐ টেস্টটি ৩ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।