সাতক্ষীরা যুব উন্নয়নে মাসব্যাপী বাটিক ব্লক প্রিন্ট এবং বিউটি ফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে
শহর প্রতিনিধি
সাতক্ষীরা যুব উন্নয়নে মাসব্যাপী বাটিক ও ব্লক প্রিন্ট এবং বিউটি ফিকেশন বিষয়ক প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ- পরিচালকের কার্যালয়ে এ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত পহেলা নভেম্বর শুরু হওয়া বাটিক ও ব্লক প্রিন্ট বিষয়ে ২০ জন নারী এবং বিউটি ফিকেশন বিষয়ে ২০ জন নারী প্রশিক্ষণ নেন। দেশব্যাপী নারী উন্নয়ন ও স্বাবলম্বী করতে সরকারের উদ্যোগে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুব উন্নয়নের কর্মকর্তারা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ- পরিচালক আশীষ কুমার মন্ডল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল কালাম আজাদ, বাটিক ব্লক প্রিন্ট এর প্রশিক্ষক তামান্না সুলতানা, বিউটি ফিকেশন এর প্রশিক্ষক সেলিনা পারভীন সহ প্রশিক্ষণ প্রাপ্তীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুটি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৪০ জন নারীকে ভাতা ও সাটিফিকেট বিতরণ করাহয়।