কলারোয়ায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন
কামরুল হাসানঃ
কলারোয়ায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ডাকবাংলা রোডস্থ জেজ ফাউন্ডেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ঔষুধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির সভাপতি শামসুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন- সাতক্ষীরা জেলা ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারভাইজার মীর আব্দুর রাজ্জাক। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সেসার্স রাসেল ফার্মেসীর ডাঃ কাজী শামসুর রহমান, মেসার্স আকতার ফার্মেসীর শেখ আকতারুজ্জামান, শেখ মেডিকেলের হুমায়ুন কবির, ডাক্তার সনজিৎ চ্যাটার্জী, নজরুল ইসলাম, দ্বীন আলী শেখ, হাফিজুর রহমান, আসাদুজ্জামান, মিন্টুর রহমান, শিহাব উদ্দীন, নাজমুল হোসেন, এবাদাত হোসেন, মাসুম বিল্লাহ, মুনসুর কবিরাজ, ইকবাল হোসেন, এবিএম আব্দুল্লাহ, এইচ এম আবু সাঈদ, বদিউজ্জাদান, সুবোল, ফাহিম মুনতাছির আব্দুস শুকুর, আলমগীর কবীর, খোরশেদ আলম, ইদ্রিস আলম, এবাদুল্লাহ, আবুবকর সিদ্দীক, গোলাম ওদুদ, আনিছুর রহমান পলাশ, আরিফ মাহমুদ, মেহেদী হাসান, সুমন চৌধুরী, আঃ করিম, জাহিদ হাসান, তপন কুমার, শিমুল, সাঈদ হোসেন, আতাউর রহমান, কবির আহম্মেদ, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মেসার্স আল-আমিন ফার্মেসীর ডাঃ নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে কলারোয়া পৌর সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।