ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক
নিউজ ডেস্ক:
ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে তোলা তাকে। সাক্ষ্যগ্রহণ শেষে আবার কাশিমপুর কারাগারে নেয়া হবে।
এদিন বেলা ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এর আগে, ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেয় আদালত।
চলতি বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। পরে ৩০ এপ্রিল সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করেন ওই নারী। যাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন মামুনুল হক।