ওয়াকফ স্টেটের সভাপতি হজরত নুরুল বাসার (রহ:) আর নেই
ওয়াকফ স্টেটের মুতাওয়াল্লী ও সভাপতি হজরত নুরুল বাসার (রহ:) ইন্তেকাল করেছেন।আজ রাত তিন টার সময় তিনি মারা গেছেন।তিনি দক্ষিন কাটিয়ার হজরত হাকিম আব্দুল হাকিম (রহ:) এর ছেলে।তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।
আগামীকাল দুপুর ২ টায় ৩০ মিনিটে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
Please follow and like us: