কলারোয়ার যুগিখালিতে আওয়ামী লীগের কর্মী সভা
কামরুল হাসানঃ
কলারোয়ার যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকালে যুগিখালী বাজারস্থ আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল বাসার।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি কর্মীসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের সুফল কর্মীদের মাঝে তুলে ধরেন। সাথে সাথে তিনি ইউনিয়ন আ’লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করার আহবান জানান।
কর্মীসভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, যুগিখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান, যুবলীগ সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সাকিব হাসানসহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।