মুস্তাফিজ ভক্তকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের ভক্ত রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এরই মধ্যে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মিরপুর মডেল থানার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছে রাসেলকে। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে রিমান্ডের জন্য আবেদন করবো।
নিরাপত্তাবলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া মুস্তাফিজ ভক্ত রাসেলকে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে আজই রিমান্ডের আবেদন বিষয়ে শুনানি হবে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২০ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের তখন দ্বিতীয় ইনিংস চলছে। ১৩তম ওভারে ব্যাট করছে পাকিস্তান। এমন সময় নর্দান গ্যালারির লোহার প্রাচীর পেরিয়ে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা।
এ ঘটনা রীতিমতো জন্ম দিয়েছে সমালোচনার। অতিরিক্ত সতর্কতা হিসেবে ম্যাচ চলাকালীন মুস্তাফিজকে উঠিয়ে নেওয়া হয়। রোববার পুরো দলের করা হবে একদফা কোভিড পরীক্ষা। অনেক যদি কিন্তু নির্ভর করছে ম্যাচ রেফারির দেওয়া রিপোর্টের ওপর।