সুলতানপুর মাছ বাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তিঃ
বক্তারা বলেন, সুলতানপুর মাছ বাজারের ব্রীজের ওপরে প্রায় ৩০ জন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী দোকান পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে দিনপাত করছে। এছাড়াও বাজারের মধ্যে প্রায় শতাধিক ভাসমান দোকান রয়েছে। ওই দোকানদারদের স্বচ্ছল অবস্থা সহ্য করতে পারে না কতিপয় প্রভাবশালী ব্যবসায়ীরা। ফলে বছরের প্রায় সময় তাদের ব্যবসা পরিচালনা নিয়ে আতঙ্কে থাকতে হয়। ইতিপূর্বেও কয়েকবার দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছিল প্রশাসনের প্রতিনিধিরা। এরপরেও কোনো কাজ করতে না পেরে আতঙ্ক নিয়েই আবারও তারা ব্রীজের ওপর দোকান বসিয়েছ্।ে তাদের দোকারগুলো উচ্ছেদ না করে পুর্নবাসনের ব্যবস্থা করা জরুরী।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরেও সাতক্ষীরায় গড়ে ওঠেনি কোনো হর্কাস মাকের্ট। এই মার্কেট গড়ে উঠলে হয়তো বা সড়কের ধারে বা ব্রীজের ওপরে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বসিয়ে ব্যবসা করতো না। আর যারা ব্যবসা করছে তারাও তো এই দেশের মানুষ। এই দেশের মাটিতে ব্যবসা করে খাওয়ার অধিকার রয়েছে। অথচ বারবার তাদের সেই অধিকার কেড়ে নেওয়ার পায়তারা করে কতিপয় প্রভাবশালীদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। ওই ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করলে তারা পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে বাধ্য। তাই মানবিক দৃষ্টিতে তাদের কথা ভেবে যানজট নিরসনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পুর্নবাসন করতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।