ফেব্রুয়ারির রেওয়াজ ভেঙে এসএসসি পরীক্ষা শুরু কাল
পহেলা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার রেওয়াজটা ভেঙ্গেছে করোনা। এবার প্রায় পৌনে দুই বছর পর আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। যে পরীক্ষায় বসছে ১১ বোর্ডের অন্তত সাড়ে ২২ লাখ শিক্ষার্থী।
অন্তঃ শিক্ষা বোর্ডর তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার খাতা। বসানো হয়েছে সিট। কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষার শতভাগ প্রস্তুতিও শেষ। প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ টেনে বোর্ড জানায়, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে নেওয়া হবে জঙ্গিদমনের মতো ব্যবস্থা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, তিন ঘণ্টার পরিবর্তে এবার শিক্ষার্থীরা পরীক্ষা দেবে দেড় ঘণ্টায়। করোনার কারণে বাংলা, গণিত, ইংরেজির মতো আবশ্যিক বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধুমাত্র বিভাগভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা হবে। এসব বিষয়ে পরীক্ষা না হলেও জেএসসি-জেডিসি ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।
সূত্রটি আরও জানায়, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা, এই দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা করে সময় দেওয়া হবে।
আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ জানান, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে আটটি প্রশ্নের মধ্যে দুটি উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে ২৫টির মধ্যে দিতে হবে ১২টির উত্তর। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে তিনটি এবং এমসিকিউ অংশে ১৫ টির উত্তর দিতে হবে।
পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের নামে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।