সুন্দরবনে মাছ ধরার অনুমতি নিয়ে গরাণকাঠ কাটার অভিযোগে ৩ জেলে আটক
যামনগর প্রতিনিধি: সুন্দরবনে মাছ ধরার অনুমতি নিয়ে অবৈধভাবে গরাণকাঠ কাটার অভিযোগে তিন জেলেকে আটক করেছে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নিরাপত্তা কাজে নিয়োজিত স্মার্ট পেট্টল টিমের সদস্যরা।
রোববার বেলা ১১টার দিকে স্মার্ট পেট্টল টিমের দলপতি গলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি মোঃ মনিরুদ্দীনের নেতৃত্বে অভিযানে সুন্দরবনে মাইটভাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা ও ১৬ঘনফুট গরানকাঠ উদ্ধার করে আভিযানিক দলটি।
আটক তিন জেলে হলো- শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের ইসলাম গাজীর ছেলে হাফিজুর গাজী, কালিঞ্চী গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে রাশিদুল গাজী ও সোরা গ্রামের সহর আলী মোল্যার ছেলে করিম মোল্যা।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বনআইনে ব্যবস্থা নেওয়া হবে।