অনানুষ্ঠানিকতার মধ্য দিয়ে তালায় কালিপূজার বিসর্জন
নিজস্ব প্রতিনিধিঃ
মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে, স্লোগানকে ঘিরে অনানুষ্ঠানিক পরিবেশে ভক্তদের অশ্রসিক্ত নয়নে বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটল কালিপূজার। বৃহস্পতিবার শুক্লপক্ষের আমবস্যা তিথির মধ্যদিয়ে শুরু হয়েছিল সনাতন ধর্মাল্মাবীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব কালিপূজা ও দীপাবলির। কালি দূর্গা শক্তির আরেক রুপ। জগতের অশুভশক্তিকে পরাস্থ করে শুভশক্তি প্রতিষ্টার জন্য জগৎতে আর্বিভাব হন তিনি । গেল বছরের করোনা কাটিয়ে এ বছর ধুমধামের সহিত পূজার উৎযাপনে ইচ্ছা থাকলেও সম্প্রতি দূর্গাৎসবে কুমিল্লার নানুয়া পাড় ঘিরে বিচ্ছিন্ন ঘটনায় সনাতন ধর্মাল্মাবীদের আতঙ্কগ্রস্থ করে তোলে। তাই পূজার দিন থেকে নিরাপর্তা বেষ্টনি আর শোকহত পরিবেশে সমাপ্তি ঘটে কালিপূজার। শনিবার সন্ধ্যায় তালার, সরুলিয়া, খলিষখালী, মাগুরা ধানদিয়া সহ ১২টি ইউনিয়নে প্রতিমা বির্সজন হয়।
তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, এ বছর উৎসবমুখর পরিবেশ ছাড়াই কালিপুজার সমাপ্তি হয়। তবে প্রশাসনের কড়া নিরাপর্তার কারনে কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। সবশেষে ধর্ম বর্ন নির্বিশেষ সকল মানুষের মাঝে সৌহার্দ সম্প্রতি বজার রাখার আহবান জানান তিনি ।
Please follow and like us: