আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ব্রাভোর
খেলা ডেস্ক :
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এর আগে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ব্রাভো। এক বছর পরেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ডিজে ব্রাভো।
এর আগে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সময় অধিনায়ক কাইরন পোলার্ড বলেছিলেন, ব্রাভো দেশের মাটিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। এবার ব্রাভো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের আগে তার অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
“আমার মনে হয় সময় এসেছে। আমার খুব ভালো ক্যারিয়ার ছিল। দীর্ঘ ১৮ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছি, কিছু উত্থান-পতন ছিল, কিন্তু ক্যারিবিয়ানদের এতদিন প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি,” বলেন ব্রাভো।
ব্রাভো আরো বলেন, “একটি বিষয়ে আমি গর্বিত যে আমাদের জেনারেশনের ক্রিকেটারদের যুগে আমরা বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করতে সক্ষম হয়েছি এবং কেবল তাই নয়, এটি দেখানোর জন্য রৌপ্যপাত্র রয়েছে”।
ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী উভয় দলেরই অংশ ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৬ নভেম্বরই হবে ক্যারিবীয় দলের হয়ে তার সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯০টি টি-টোয়েন্টিতে ব্রাভো করেছেন ১২৪৫ রান। একই সাথে নিয়েছেন ৭৮টি উইকেট।