দেবহাটায় রাইট টু গ্রো প্রকল্পের প্রারম্ভিক সভা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে পাঁচটি ইউনিয়নের ৫ বছরের কম বয়সী শিশুর পুষ্টিমান নিশ্চিত করনের জন্য রাইট টু গ্রো নামের নতুন একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। বৃহষ্পতিবার এ উপলক্ষে এক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমের উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এবং রাইট টু গ্রো প্রকল্পের জেন্ডার এন্ড অ্যাডভোকেসী অফিসার অনিন্দিতা বিশ্বাসের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ওয়ার্ল্ড ভিশন দেবহাটা এরিয়া প্রোগ্রাম অফিসের প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, দেবহাটা থানার এসআই মোবাশ্বের আলী, কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাড় হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, সমবায় অফিসার আকরাম হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বনায়ন অফিসার আওছাফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন প্রমূখ।
সভার শুরুতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন রাইট টু গ্রো প্রকল্পের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়। এসময় এ প্রকল্পের ফাইন্যান্স এন্ড অ্যাডমিন অফিসার প্রনতি পালমা, প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।