মৎস্য অধিদপ্তরের আয়োজনে জলবায়ু পরিবর্তনের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি:
মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় প্রকল্পের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আয়োজনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক এক কর্মশালা গতকাল বুধবার সকাল ১০ টায় স্থানীয় বটিয়াঘাটা উপজেলার উপ -প্রকল্প পরিচালকের কার্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ।
খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এমডি আবু সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক । কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনিসুল হক, কোয়ালিটি এ্যাজরেস ম্যানেজার এস এম রেজাউল করিম, মৎস্য অধিদপ্তরের যশোর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন । কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ, এসএম রাসেল, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা যথাক্রমে মোঃ মনিরুল মামুন,আবু বক্কর, রনজিত কুমার, বাপ্পী দাশ,, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার, মৎস্যজিবী স্বপন সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানু
Please follow and like us: