কাবুলে হাসপাতালে হামলায় তালেবান কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতাল এলাকায় জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেচে। এতে নিহত হয়েছেন ১৯ জন। নিহতদের মধ্যে তালেবানের শীর্ষ এক কমান্ডারও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, নিহত তালেবান কমান্ডারের নাম হামদুল্লাহ মোখালিস। তিনি কট্টরপন্থী হাক্কানি নেটওয়ার্কের সদস্য ও বদরি পুলিশের স্পেশাল ফোর্সের একজন কর্মকর্তা। তালেবান কাবুল দখল করার পর থেকে এখন পযর্ন্ত নিহত হওয়া সবচেয়ে সিনিয়র ব্যক্তি তিনি।
তালেবানের মিডিয়া বিভাগের ওই কর্মকর্তা বলেন, কাবুল কর্পসের কমান্ডার মৌলভী হামদুল্লাহ মুখলিস যখন সরদার দাউদ খান হাসপাতালে হামলা হয়েছে এ খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আমরা তাকে থাকানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি হেসে আমাদের এড়িয়ে যান। পরে আমরা দেখ, তিনি সন্ত্রাসীদের সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হয়েছেন।