বটিয়াঘাটায় বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধিঃ
“শিশু ও নারী সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকাল ১১টায় বটিয়াঘাটা খুলনা বিভাগীয় তথ্য পরিচালক গাজী জাকির হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অফিসার হাসি রানী রায়, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর,
সাংবাদিক অমলেন্দু বিশ্বাস, প্রধান শিক্ষক অরুনা গোলদার, কেএমএসএস এর শামিমা পারভিন, মহিলা মেম্বর মলিনা মন্ডল, সুইটি বেগম,মলিনা রায়, প্রধান শিক্ষক টিউলি মন্ডল প্রসুখ। খুলনা বিভাগীয় তথ্য অফিস এই সভার আয়োজন করেন।
Please follow and like us: