খুলনা বটিয়াঘাটা ৩ ইউপি নির্বাচনে ২২ প্রাথী’র প্রচার প্রচারণা তুঙ্গে
খুলনা প্রতিনিধি:
খুলনা বটিয়াঘাটা উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়াই করেছেন ২২ জন । পথসভা,শো ডাউন,গন সংযোগ এমনকি মতবিনিময় সভার মধ্য দিয়ে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, সরকারের উন্নয়ন এসনকি এক প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী সমালোচনা করে ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের বটিয়াঘাটার সুরখালী, ভান্ডার কোট ও বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে সরকার দলীয় নৌকার ৩ প্রার্থীর মনোনয়ন জমা দেন জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ।
সরোজমিনে ঘুরে জানাগেছে,৩ ইউনিয়নের মধ্যে বটিয়াঘাটা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি পুত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পল্লব বিশ্বাস রিটু, বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা,বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল এর জামাতা অনুপম মন্ডল এবং বিএনপি নেতা মোঃ ইমরান হোসেন মোল্লা । এখানে নির্বাচন হবে ত্রিমুখী, তবে অনেকের ধারণা শেষমেশ যুদ্ধ হবে মনোরঞ্জন মন্ডল ও রিটুর (নৌকা)সঙ্গে। অত্র ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন ।
সুরখালী ইউনিয়নে ৫ জন প্রার্থী । প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আফছার উদ্দিন শেখের ভাতিজা শেখ জাকির হোসেন লিটু ( নৌকা) বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদার (চশমা),উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক বি এম মাসুদ রানা (আনারস)সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হেমায়েত আলী, মাওলানা হাফিজুর রহমান শেখ। এখানে প্রচার প্রচারণায় এগিয়ে আ’লীগ মনোনিত জাকির হোসেন লিটু নৌকা ও আ’লীগ বিদ্রোহী প্রার্থী বিএম মাসুদ রানা। তবে ভোটারদের অভিমত আ’লীগের গলার কাটা হচ্ছে বিদ্রোহী প্রার্থী। এখানে সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ১৫ জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৪১ জন।
ভান্ডাকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১২ জন । প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ (নৌকা),বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন মোল্লা বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ওবায়দুল শেখ, আ’লীগ নেতা মোঃ আলমগীর হাওলাদার, মোঃ ইমরান উল্লাহ, মোঃ আমানত আলী শেখ, মোঃ খোকন মোল্লা, মোঃ ইখতিয়ার হোসেন মোল্লা, মোঃ শফিউল্লাহ শেখ, মোঃ মাহাবুর রহমান শেখ, মোঃ আজিজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ রওশান আলী। অনেকের মন্তব্য এখানে লড়াই হবে ত্রিমুখী বাবু,ওবায়দুল ও কালাম মাষ্টারের সঙ্গেই যুদ্ধ হবে। তবে প্রচার প্রচারণা চলছে বিরামহীন ভাবে। এখানে সংরক্ষিত সদস্য পদে পদে লড়ছেন ১৩ জন ও সাধারণ সদস্য পদে লড়ছেন ৩৪ জন ।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার বলেন, ভোট হবে প্রথম ধাপের মতো স্বচ্ছ ও উৎসব মুখর। সকল প্রার্থী এবং তাদের কর্মি সমার্থকদের অনুরোধ করবো কোন ধরনের কোন বিরোধ না করতে। আপনারা সকলে সহযোগিতা করবেন। আমি উৎসব মুখর নির্বাচন উপহার দিবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুমিনুল ইসলাম বলেন, আগমী ১১ নভেম্বর বটিয়াঘাটার ৩ ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি শেষের পথে। তবে নির্বাচন উৎসব মুখর নিরপেক্ষ হবে।
Please follow and like us: