ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ দুই রোহিঙ্গা গ্রেফতার
নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতির সময় দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শনিবার বিকেলে শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা জোবায়েরের বাড়ি ও তার পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- একই ক্যাম্পের বাসিন্দা নূর হোসেন ও সাব্বির আহমেদ।
কক্সবাজার-১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক বলেন, ১২-১৪ জন রোহিঙ্গা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে অভিযান চালান এপিবিএন সদস্যরা। তবে তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ডাকাতরা। এ সময় রোহিঙ্গা ডাকাত নূর হোসেন ও সাব্বিরকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যান। অভিযানে গ্রেফতারদের কাছ থেকে একটি দা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
এপিবিএন অধিনায়ক আরো বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।