সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে ৩১৫ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার শহরতলীর মাগুরা, কলারোয়া থানার কাজিরহাট ও কলারোয়া হাসপাতাল রোডে এসব অভিযান চালানো হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সদর থানার মাগুরা জামে মসজিদ সংলগ্ন ঈদ-গায়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে ১৮০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ রাসেল হোসেন (২০)। সে তালার সরুলিয়া মাঝেরপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-৭৮, তারিখ ২৭/১০/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১০(ক) ধারা।

এদিকে বুধবার রাত ১০ টার দিকে র‌্যাব-৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার রঘুনাথপুর গ্রামের কাজীরহাট বাজার সংলগ্ন কে. এইচ. কে ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের মাঠে অভিযান চালায়।

এ সময় দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ আলমগীর কবির (৩৫)। সে কলারোয়ার কেরালকাতার ইলিশপুর চারা বটতলা এলাকার আবু বকর সিদ্দিক এর ছেলে। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-৪০, তারিখ ২৮/১০/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৯(ক)।

অপর অভিযান চালানো হয় বুধবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে কলারোয়া থানার হাসপাতাল রোড এলাকায়। এ সময় ১৩৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ মোস্তাফিজুর রহমান (২০)। সে কলারোয়ার ঝাপাঘাট পূর্বপাড়ার মোঃ রফিকুল ইসলাম এর ছেলে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-৪১, তারিখ ২৮/১০/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১০(ক) ধারা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)