চীনের সঙ্গে দ্বন্দ্বের মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত
আন্তর্জাতিক ডেস্ক :
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্ন-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সীমান্ত নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্বের মাঝেই বুধবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এ পরীক্ষা চালালো দেশটি।
ভূমি থেকে উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে সুনিপুণভাবে আঘাত হানতে সক্ষম। এর বিশেষত্ব হলো- এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষাকে চীনের বিরুদ্ধে ভারতের একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে আক্রান্ত না হলে ক্ষেপণাস্ত্রটির ব্যবহার করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নি-৫ একটি আইসিবিএম বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটিতে তিন স্তরের ইঞ্জিন রয়েছে। সাড়ে ১৭ মিটার দৈর্ঘ্যের এবং ২ মিটার পরিধিবিশিষ্ট অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রটি ১৫ হাজার কেজি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। এর গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। সেকেন্ডে ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ক্ষেপণাস্ত্র।
পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ভারতের কাছে অগ্নি-১ থেকে ৫ সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে। দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (ডিআরডিও) তৈরি করা এসব ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার থেকে সর্বোচ্চ পাঁচ হাজারের বেশি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক পারমাণবিক শক্তিসমৃদ্ধ অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গত জুনে ওডিশার উপকূলে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছিল ভারত।