সাতক্ষীরায় এসএসসি-৯৩ এর মিলনমেলা
এসএসসি ব্যাচ এর সাবেক শিক্ষার্থীদের মানবিক সংগঠন “সাতক্ষীরা-৯৩” এর এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। করোনাকালিন সময়ে মানব কল্যাণে সংগঠনটি করোনা আক্রান্ত মূমূর্ষ রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ঔষধ, খাদ্য সহায়তা প্রদান, মাক্স বিতরণ, জেলা প্রশাসনের সমন্বয়ে সাধারণ মানুষকে ফ্রী টিকার রেজিস্টেশন করে দেওয়া, শহরের প্রাণ প্রাণসায়েরের খাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে প্রাণ সায়েরের খালে মৎস্য পোনা অবমুক্তকরণ, স্বাস্থ্য বিধি মেনে চলতে শহরে মাইকিং করে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের কারনে সংগঠনটি জেলাব্যাপী সাড়া ফেলে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে।
শনিবার বিকেলে যখন ঘড়ির কাটা ৪টা তখন একে একে সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচ এর শিক্ষার্থীরা শহরের শহীদ আব্দুস রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে। এ সময় সংগঠনের সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপুর সঞ্চালনায় মাসুদুর রহমান বাবু প্রতেকের হাতে লাল গোলাপের কড়ি তুলে দিয়ে অভিনন্দন জানান। মূর্হুতের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক শিক্ষার্থীদের পদচারনায় মূখরিত হয়ে উঠে। পরে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে মিলনমেলা অনুষ্ঠানে সকলের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে ৬৭ জন সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচ এর বন্ধু উপস্থিত হন। এসময় বক্তব্য রাখেন এস এম মনির, মাসুদুর রহমান বাবু, এ এস এম শরিফুজ্জামান রুমি, মোফাজ্জেল হোসেন, নাহিদা পান্না, সাজিদ বাবু, খুরশিদ সুজা, সাব্বির, আসাদুজ্জামান আসাদ, সাজিদ বাবু, কায়ুম, নাজমা খাতুন প্রমূখ। আলোচনায় আগামি দিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা উঠে আসে এবং খুব শিঘ্রই ফ্যামিলি ডে উদযাপনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। #
Please follow and like us: