কুল্যার ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী রাসেলের প্রচার শুরু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী এমডি রাসেল রানা নির্বাচনী প্রচার শুরু করেছেন। দাদপুর, মহাজনপুর ও আইতলা গ্রাম নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডে নতুন প্রার্থী হিসাবে তিনি প্রচারনা শুরু করায় ভোটারদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে।
ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি রাসেল রানা দীর্ঘদিন এলাকার মানুষের সাথে মিলেমিশে কাজ করে আসছেন। ইতিমধ্যে সামাজিক কর্মকান্ড, ভগ্ন সড়ক মেরামত, মসজিদ-মন্দিরে সহায়তা, মানুষের বিপদে আপদে পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করা, ইসলামী জলসা, পূজা অনুষ্ঠানে সহায়তা করাসহ নানাবিধ সামাজিক ও পরকল্যানার্থে কাজ করে এসেছেন তিনি। বিদ্যুতের কাজের সাথে জড়িত থাকার সুযোগে বিদ্যুৎ গ্রাহকদের সাথে মিশে থেকে উপকার করার পাশাপাশি সহজ সরল ভাবে কাজ করে যাচ্ছেন। পিতামাতাকে সম্মান করা, সালাত আদায় করা, বিড়ি সিগারেট, মাদক ব্যবহার না করতে সকলকে উদ্বুদ্ধ করতে তিনি কাজ করে এসেছেন। ডিসব্যবসায়ী রাসেল রানা এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি ছোট বেলা থেকে জনগণের জন্য কাজ করার প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখে আসছেন। ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকাসহ পাশের মানুষদেরকে নিজ বাড়িতে আমন্ত্রিত করে আপ্যায়িত করেছেন। তাদের প্রত্যাশা ও সমর্থনের কথা বিবেচনা করে এখন তিনি মেম্বার হওয়ার উপযোগি সময় ও মানুষের আহবানে সাড়া দিয়ে মেম্বার পদে নির্বাচন করার ইচ্ছা করছেন। তিনি নির্বাচিত হতে পারলে, কারো হক নষ্ট না করা, কার্ড ও সহায়তার তালিকা করতে কোন অর্থ না নেওয়া, যোগ্যদের তালিকাভুক্ত করা, বিচার শালিসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা, মানুষের সম্মান রক্ষা করাসহ জনগণের কথা মাথায় রেখে তিনি কাজ করতে চান বলে আশা ব্যক্ত করেন।