সাতক্ষীরায় পর্ণগ্রাফির ভিডিওসহ ১ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় র্যাবের অভিযানে পর্ণ ভিডিও সরবরাহ করার অভিযোগে এক মোবাইল সার্ভিসিং এর ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ মহসিন আলী (৩৬)। সে সাতক্ষীরা সদরের কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত. মোসলেম আলী গাইনের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানান যায়, কিছু কম্পিউটার ব্যবসায়ী অবৈধভাবে ইন্টারনেট, কম্পিউটার ডিভাইস ব্যবহার করে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের নিকট টাকার বিনিময়ে পর্ণ ভিডিও সরবরাহ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব সদস্যরা সাতক্ষীরা সদর থানাধীন ২ নং কুশখালী ইউনিয়নের ভাদরা বাজারস্থ ধৃত আসামী মোঃ মহসিন আলী এর মোবাইল সার্ভিসিং এর দোকানের সামনে অভিযান চালায়।
এ সময় তার হেফাজাত থেকে সিপিউ ২ টি, মনিটর ১ টি, মাউস ১ টি, কি-বোর্ড ১ টি, পাওয়ার ক্যাবল ২ টি, ভিজিও ক্যাবল ১ টি, মোবাইল ১ টি এবং সিম কার্ড ২ টি আটক করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং ৫৯, তারিখ ২০/১০/২০২১ ইং ধারাঃ পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক)।