টিকা নিবন্ধনের বয়সসীমা সর্বনিম্ন ১৮ নির্ধারণ: স্বাস্থ্য অধিদফতর
নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনে বয়সসীমা কমিয়েছে সরকার। এখন থেকে আঠারোর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।
বুধবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, যাদের বয়স আঠারো বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।
Please follow and like us: