দেশে এলো ২০ লাখ টিকা, ৫৫ লাখ আসছে কাল
নিউজ ডেস্ক:
চীনের সিনোফার্মের আরো ৫৫ লাখ টিকা আগামীকাল বৃহস্পতিবার দেশে এসে পৌঁছাবে। রাত ১১টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা আসার কথা রয়েছে।
মঙ্গলবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, গত সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রেজেনেকার আরো ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
এদিকে দেশে করোনা প্রতিরোধে গত বৃহস্পতিবার থেকে স্কুলগামী শিশুদের টিকা দেওয়া শুরু হয়েছে। দেশে এক কোটির বেশি শিশুকে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
Please follow and like us: