শ্যামনগরে শেখ রাসেল দিবসে সেমিনার ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে
শ্যামনগর প্রতিনিধিঃ
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই স্লোগানে সাতক্ষীরার শ্যামনগরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং “শেখ রাসেল দিবস” উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় পুষ্পস্তবক অর্পণ পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, যেদিন বঙ্গবন্ধু সহ তার পরিবার কে হত্যা করা হয়েছিল সেদিন রাসেল বলেছিল আমাকে আমার মায়ের কাছে নিয়ে তারা তাকে মায়ের কাছে নিয়ে না নিয়ে যেয়ে শিশু রাসেলকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা অত্যন্ত অমানবিক ছিলো। এসময় তিনি শেখ রাসেল সম্পর্কে শিশুদের মধ্যে ধারনা দিতে হবে। শেখ রাসেল সিবস ঘোষনা করায় প্রধান অতিথি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
Please follow and like us: