শ্যামনগরের শারদীয়া দূর্গাপূজায় ৪০ টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর :
শ্যামনগরের শারদীয়া দূর্গাপূজায় ৪০ টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন ৷ গত ১১ অক্টোবর ২০২১ তারিখ থেকে শুরু শারদীয়া দূর্গাপূজায় উপজেলা পরিষদের দ্বায়িত্বের পাশাপাশি করোনা সংক্রমনে সচেতন ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে শ্যামনগর উপজেলার ৬৭টি পূজা মণ্ডপের মধ্যে ৪০ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন ৷ এই ৪০ টি পূজা মন্ডপ পরিদর্শনের প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা ও অর্থিক সহায়তাও প্রদান করেন ৷
৪০ টি পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনের সফর সঙ্গী, উপজেলা ভাইস্ চেয়ারম্যান সাঈদুজ্জাজামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি সহ প্রমূখ্যরা ৷
প্রতিমা শিল্পীর রং-তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত দেবী দুর্গা ৷ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকল আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে শ্যামনগরে উপজেলার ৬৭টি পূজা মন্ডপে । আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তদারকির পাশাপাশি প্রতি মন্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, খড় আর কাঁচামাটি ও রংয়ের কাজ শেষে এখন নানা সাজ-সজ্জায় দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্ত্তিক ও গণেশসহ সংশ্লিষ্ট সকল দেবতাদের বর্ণিল করে প্রতিমা শিল্পীর রং-তুলির আঁচড়ে নানা বর্ণে সেজেছেন দেবী দুর্গা। মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠিতা হবে এই বিশ্বাস নিয়ে এই বছরে শ্যামনগরে ৬৭ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এবছর প্রতিটি মন্ডবে প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার রাখা এবং জ্বর মাপার জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা পরিহারসহ সকল ম-পে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সামগ্রী রাখার জন্যও বলা হয়। দুর্গাপূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা হিন্দুদের কিন্তু মূলবাণী সমগ্র মানবজাতির কল্যাণে নিবেদিত। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সর্বজনীন শারদীয় দুর্গাপূজা। সব মানুষের সুখ-শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিবছর উদযাপন করে থাকে শারদীয় দুর্গোৎসব।
বৈশ্বিক মহামারি করোনার কারণে এই আনন্দধারায় এবার কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ।
শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন বলেন, মহামারী কোভিড-১৯ পৃথিবী থমকে দিয়েছে ৷ কোভিড-১৯ সংক্রমন দেখা দিলে ধর্মীয় অনুষ্ঠান সহ সব কিছু লকডাউনের আওতায় পড়ে যায় ৷ সেই থেকে মানুষের মনে কোন আনন্দ ছিলো না ৷ সংক্রমন কমার পর এখন মানুষ সাভাবিক স্থানে ফিরতে শুরু করেছে ৷ আর এই করোনা ভাইরাসের পর সর্বপ্রথম এই শারদীয়া দূর্গাপূজার উৎসব দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ৷ মহামারি কোভিড-১৯ এর কারণে সরকার কিছু স্বাস্থ্যবিধি পালন করার নির্দেশনা দিয়েছেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সক্রিয় ভূমিকা রাখছে এমনটাই প্রত্যাশা ।
Please follow and like us: