নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৮
নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উত্তর-পশ্চিমাঞ্চলে মুগু জেলা দিয়ে চলাচলের সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
মুগু জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাত জানান, বাসটির সামনের একটি চাকার টায়ার ছিদ্র হলে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বেশ কিছু স্থানীয় সূত্র বলছে, দুর্গম মুগু অঞ্চলে বাসটির ব্রেক অচল হয়ে যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরইমধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
বাসটি দক্ষিণ বাঙ্কে জেলা থেকে মুগু এলাকায় যাচ্ছিলো এবং ধারণা করা হচ্ছে বাসে কমপক্ষে ৪৫ জন মানুষ ছিলেন। সনাতন ধর্মের দাশাইন উৎসব পালন শেষে বাড়িতে ফিরছিলেন অধিকাংশ যাত্রী। এটি নেপাল ও ভারতের মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে নেপালে প্রায় ১৩ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং কমপক্ষে দুই হাজার পাঁচশ’ মানুষ মারা গেছেন।