ডুমুরিয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় খামরীর গরু মৃত্যু
আব্দুর রশিদ বাচ্চু, খুলনা–
খুলনা ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের শহিদুল ইসলাম নামে ভুয়া পশু ডাক্তারের ভুল চিকিৎসায় কারনে খামারীর কালো রঙের একটি এড়ে ব্ছুর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গবাদি পশুর মালিক আঠারো মাইল এলাকার শাহনাজ পারভিন ভুঁয়া ডাক্তারের বিরুদ্ধে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবরে ১০অক্টোবর রবিবার সকালে লিখিত অভিযোগ দ্বায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে,১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবারে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারো মাইল এলাকার শাহনাজ পারভিন এর খামারে এই ঘরে এ ঘটনা ঘটে।
ভুয়া পশু ডাক্তার শহিদুল ইসলাম,উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের মৃত্যু তোফাজ্জেল হোসেনের পুত্র। তার সংশ্লিষ্ট বিষয়ের উপর কোন শিক্ষা কিংবা প্রশিক্ষণ না থাকলেও সে নিজেকে প্রাণী চিকৎসক পরিচয় ব্যাবহার করে অত্র এলাকায় গবাদি পশি গরু-ছাগলের চিকিৎসার নামে প্রতারণা করছে। সাধারণ মানুষের সাথে এমনটি অভিযোগ ভুক্তভোগীর। গরুর মালিক শাহনাজ পারভিন বলেন, তার পালিত এড়ে বাছুরটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৮ মাইল বাজারে পশু চিকিৎসকের খোঁজ করলে শহিদুল ইসলাম নিজে চিকিৎসার মাধ্যমে তার গরু সুস্থ করতে পারবে বলে তার এড়ে বাছুরটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভ্যাকসিন প্রয়োগ করে।এবং পরপর তিনদিনে তিনটি ভ্যাকসিন প্রয়োগ করেন। ফি: হিসেবে ৯০০০(নয় হাজার) টাকা নিয়ে চলে যায়। উচ্চ ক্ষমতা সম্পন্ন
ভ্যাকসিন প্রয়োগ করায় বাছুরটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও সে একেক সময় একেক কথা বলতে থাকে। পরবর্তীতে ভুঁয়া চিকিৎসক শহিদুল ইসলাম উল্টো হুমকি ধামকি দিতে থাকে।
আগামীতে এ ধরণের অপচিকিৎসায় অন্য কারো যেনো গবাদি পশুর ক্ষতি না হয় তার জন্য আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। এ ঘটনায় পশু চিকিৎসার উপর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ আছে কিনা জানতে স্বঘোষিত পশু ডাক্তার শহিদুল ইসলাম বলেন, আমি যশোর যুব উন্নয়ন থেকে তিন মাসের টেনিং করে একটি সাটিফিকেট নিয়েছি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন পশু ডাক্তার বলেন, শহিদুল ইসলাম একজন ভুয়া পশু ডাক্তার। পশু চিকিৎসার জন্য তার কোন প্রাতিষ্ঠানিক সনদ বা অভিজ্ঞতা নেই। সে এভাবে মিথ্যা কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়। এদের কারণে অভিজ্ঞতা সম্পন্ন বা প্রশিক্ষণপ্রাপ্ত পশু চিকিৎসকরা নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
এবিষয়ে, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাহমুদা বলেন, শহিদুল ইসলামের নামে কোন পশু ডাক্তার আমাদের এখানে নাই আমরা তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি তদন্ত মুলক ব্যাবস্হা গ্রহন করা হবে।
Please follow and like us: