আল-হেরা ফাউন্ডেশনের পক্ষে ভেন ও সেলাই মেশিন বিতরণ
মো: আজিজুল ইসলাম(ইমরান)
সেচ্ছাসেবী সংগঠন হিসাবে দারিদ্রতা বিমোচনে কাজ করে যাচ্ছে আল-হরা ফাউÐেশন। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় তারা আত্মমানবতার সেবাই ও দারিদ্রতা বিমোচনে ভূমিকা পালন করে যাচ্ছে। তারই অংশ হিবাবে করোনা মাহামারির এই সময়ে হত দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ভেন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
“ কোন কর্ময় ছোট নয় ” এই ¯েøাগান কে সামনে রেখে ৯ই অক্টোবর শনিবার বাদ জোহর ফাউÐেশনের সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম ইমরানের উপস্থিতিতে ভেন ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের সূচনা হয়। এই সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের পক্ষে ভেন ও সেলাই মেশিন বিতরন করেন সাতক্ষীরা পৌরসাভার ৯ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউ¯িœলর শেখ শফিক-উদ-দৌলা সাগর।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারির মধ্যে অসংখ্য মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে। আর এই সময় আল হেরা ফাউÐেশন হত দরিদ্র মানুষদের মধ্যে আত্মকর্মসংস্থান তৈরিতে যে ভূমিকা রাখছে তা প্রশংসার যোগ্য। আমি আশা করি আগামীতে ও তাদের এই প্রয়াশ অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মাসুম, মসজিদের পেশ ইমাম তাজবীর আলম, রেদওয়ান ইসলাম(রাফি), আবুল বাশার , তামিম, ওয়ালিদ, হাপিজুল, সাব্বির, রকি, শাওন সহ আরও অনেকে।