কালিগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক
ভ্রাম্যমাণ প্রতিনিধি::
সাতক্ষীরার কালিগঞ্জে বিজিবি অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা, ৩শ’ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ফারাকাত আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ছাদেক টাপালির ছেলে।
বিজিবি সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাঁশঝাড়িয়া ক্যাম্পের নায়েপ সুবেদার নুর সোলাইমানের নেতৃত্বে বিবিজি সদস্যরা ক্যাম্পের পাশ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৫শ’ পিস ইয়াবা, ৩শ’ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ফারাকাত আলীকে আটক করে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে বেলা ৩ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: