কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন শ্রমিক।
নিহত শ্রমিক খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের আব্দুল গাজীর ছেলে মিজানুর রহমান (৩০) ও আহত সাইফুল মোল্লা (২৩) একই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে।
আহত সাইফুল মোল্লা জানান, প্রায় দুই মাস যাবত কালিগঞ্জ – বাঁশতলা সড়কে তারা নির্মাণ কাজ করছিলেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৫ টার সময় তিনিসহ ৫ জন শ্রমিক টেওরপাড়া ব্রিজ এলাকায় রাস্তায় চেইন পাইলিংয়ের কাজ করছিলেন।এসময় পাইলিংয়ের কাজে ব্যবহৃত লোহার রড বিদ্যুৎতের মেইন লাইনের তারে স্পর্শ হয়। ওই সময়ে ঘটনাস্থলে তিনিসহ মিজানুর গুরুতর আহত হন।
তাৎক্ষণিক পাশে থাকা অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তবে তার দেহে কোন বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন পাওয়া যায়নি। আহত সাইফুল ইসলামকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য বুধবার (৬ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
Please follow and like us: