মরগ্যানকে বাদ দিয়ে সাকিবকে অধিনায়ক করার পরামর্শ
স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে ছনে নেই কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে ব্যর্থ দলটির অধিনায়ক ইয়ন মরগ্যানও। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর গতকাল রাত পাঞ্জাব কিংসের বিপক্ষে করেন মাত্র ২ রান। এমতাবস্থায় মরগ্যানকে বাদ দিয়ে সাকিবকে একাদশে নেয়ার দাবি উঠেছে। এমনকি টাইগার অলরাউন্ডারকে অধিনায়ক করারও পরামর্শ দিয়েছেন কেউ কেউ।
মূলত মরগ্যানের কারণেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতা একাদশে জায়গা হচ্ছে না। তাই মরগ্যানকে বসিয়ে সাকিবকে কলকাতার অধিনায়ক করে মাঠে নামানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা আকাশ চোপড়া।
শুক্রবার রাতে টুইটারে একটি পোস্ট করেন আকাশ। সেখানে তিনি লিখেছেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে কি কলকাতা সাকিবকে অধিনায়ক করার কথা ভাবতে পারে? মরগ্যানের বিরোধিতা করছি না। কিন্তু রান না পেলে তো তিনি কার্যকরী হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘সেরা খেলোয়াড়রাও এমন অফ ফর্মে থাকতে পারে। সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। এ নিয়ে আপনার ভাবনা কী?’
আকাশের সঙ্গে অনেকেই সহমত পোষণ করেছেন। কেউ কেউ আবার অন্য কারো হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে হলেও মরগ্যানের জায়গায় সাকিবকে একাদশে ফেরাতে মন্তব্য করেছেন। চতুর্দশ আইপিএলে প্রথম তিন ম্যাচ খেলে একাদশ থেকে বাদ পড়া সাকিব এরপর আর একটি ম্যাচও খেলতে পারেননি।