সাহিত্যপত্র ‘বিজয়’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে সাহিত্যপত্র ‘বিজয়’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার। অনুষ্ঠানে প্রধান ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ। প্রধান আলোচকের পদ অলঙ্কৃত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব বাবু অরূপ সাহা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল করিম। বিজয় সাহিত্য সংসদের সভাপতি জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রথমে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল করিম ৭১ এর স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তি মণিরুজ্জামান ছট্টু ও কবি আবৃত্তিকার মন্ময় মণির।
সাতক্ষীরার সংস্কৃতি অঙ্গনের বক্তব্য রাখেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ মোসফিকুর রহমান মিল্টন ও আবু আফফান রোজ বাবু। সাহিত্যপত্র বিজয়ের শুব কামনায়। বক্তব্য রাখেন প্রফেসর আশুতোষ সরকার, প্রফেসর গোপাল সরদার, প্রফেসর ইদ্রিচ আলি, বিশিষ্ট কবি সৌহার্দ সিরাজ, শিক্ষক নয়ন সানা, শিক্ষক দীপঙ্কর কুমার সানা, কবি অরুন সান্যাল, কবি মনিরুজ্জামান মুন্না, কারুশিল্পী সুরেশপা-ে প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্যপত্র বিজয় সম্পাদক নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়। প্রেস বিজ্ঞপ্তি