শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসনের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। তিনি বলেন, এ বছর শারদীয় দুর্গোৎসবের সাতক্ষীরা জেলায় ৫৮৩টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সময়ে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্তত সময় পার করছেন প্রতিমা কারিগররা। জেলায় প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে র্যাব পুলিশের পাশাপাশি কয়েক স্থরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।
জেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক আরো বলেন প্রশাসনের পাশাপাশি আপনাদের স্বেচ্চাসেবক ও সিসি ক্যামেরা বসায়ে ২৪ঘন্টা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সাম্প্রায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাউৎসব পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৬, বিজিবি উপ পরিচালক, আনসার কমান্ডার, পূজা উদযাপন পরিষদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।