সবাইকে শোক সাগরে ভাসিয়ে মৃত্যুর ডাকে সাড়া দিলেন কলারোয়ার তরুণ প্রজন্মের আইডল ইঞ্জিনিয়ার শিমুল
কামরুল হাসানঃ
সবাই শোক সাগরে ভাসিয়ে মৃত্যুর ডাকে সাড়া দিলেন কলারোয়ার তরুণ প্রজন্মের অহংকার কলারোয়া পাইলট হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা ও কলারোয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার নাসিম হায়দার শিমুল (৪২)। শুক্রবার সকাল ৭ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। প্রতিদিনের মত মর্নিংওয়াক সেরে মিরপুর সি,টি ক্লাব মাঠে ফুটবল খেলার সময় পড়ে যান তিনি। তখনই তার সহযোগীরা ধরা ধরি করে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার পিতা মরহুম আব্দুর রব স্বনামধন্য একজন দলিল লেখক ছিলেন। তিনি রব মহুরি নামে সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে শিমুলের বয়স হয়েছিল ৪২ বছর। তিনি দুই সন্তান নাঈম ও নাজিফ, স্ত্রী, মা, বড় ভাইসহ হাজার হাজার গুণগ্রাহী রেখে গেছেন। শিমুল প্রকৌশলী হিসাবে নভোথিয়েটারে কর্মজীবন শুরু করে বাংলালিংক হয়ে বর্তমানে এ্যারিকসন (এ,এস,পি) ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কলারোয়া পাইলট হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিশনের সকল কর্মকান্ড ও ক্রীড়াপ্রতিযোগিতাগুলোতে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ এশা কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা শেষে উপজেলার নারায়ণপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজার পর নারায়ণপুরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তরুণ প্রজন্মের আইডল খ্যাত সদাহাস্যজ্বল ইঞ্জিনিয়ার নাসিম হায়দার শিমুলের মৃত্যুতে কলারোয়ার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।