বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস আজ
নিউজ ডেস্কঃ
ব্রিটিশবিরোধী আন্দোলনে আত্মদানকারী প্রথম নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। আজ ২৪ সেপ্টেম্বর তার ৯০তম আত্মাহুতি দিবস।
মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব ভবনে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে আক্রমণ চালান তিনি। সফল অভিযান শেষে ফেরার পথে তার শরীরে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় আত্মাহুতি দেন এই বিপ্লবী।
প্রতিবছর এই দিনে সেই সময়ের ইউরোপিয়ান ক্লাবের সামনে স্থাপিত বীরকন্যা প্রীতিলতা ভাস্কর্যে বীরকন্যার জন্ম ও আত্মাহুতির দিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। প্রীতিলতা জন্মেছিলেন ১৯১১ সালের ৫ মে।
পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবটি এখন ‘বীরকন্যা প্রীতিলতা জাদুঘর’ হিসেবে পরিচিত। যদিও সেটি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পর্যায়ের এক প্রকৌশলীর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
Please follow and like us: