কলারোয়া পৌরসভায় শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণ-খাদ্যশস্য বিতরণ
কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণ (খাদ্যশস্য) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার হলরুমে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কাউন্সিলর জামিল হোসেন প্রমুখ। উল্লেখ্য-৪০জন কোভিট-১৯ এর অসহায় ব্যক্তিদেরকে মাননীয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় তথ্য বাতায়ন কেন্দ্র থেকে ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের কে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Please follow and like us: