খুলনা ৫ উপজেলায় ৩৪ ইউপিতে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন
আব্দুর রশিদ বাচ্চু, খুলনাঃ
খুলনার ৫ উপজেলা কয়রা, পাইকগাছা,বটিয়াঘাটা, দাকোপ, দিঘলিয়াতে মোট ৩৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা জয়লাভ করলেন । ২১ ইউনিয়নে আওয়ামী লীগ। ৮ ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী এবং ৪ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
কয়রা উপজেলায় রয়েছে ৬ ইউনিয়ন পরিষদ। তাদের নির্বাচনের ফলাফল ১) আমাদী ইউনিয়ন পরিষদ। আ’লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান। ২) বাগালী ইউনিয়ন পরিষদ। আ’লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ গাজী। ৩) মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ। আ’লীগ থেকে নির্বাচিত মোঃ শাহনেওয়াজ শিকারী। ৪) মহারাজপুর ইউনিয়ন পরিষদ। আ’লীগ থেকে নির্বাচিত মোঃ আব্দুল্লাহ আল মাহামুদ। ৫) উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ। আ’লীগ থেকে নির্বাচিত মোঃ নুরুল ইসলাম সরদার। ৬) দক্ষীণ বেদকাশী ইউনিয়ন পরিষদ। আ’লীগের বিদ্রোহী প্রার্থী আগের আলী।
পাইকগাছা উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন ১) সোলাদানা ইউনিয়ন পরিষদ । আ’লীগের প্রার্থী মোঃ আব্দুল মান্নান গাজী। ২) রাড়ুলী ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী আবুল কালাম আজাদ। ৩) গড়ুইখালী ইউনিয়ন পরিষদ। আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুস সালাম। ৪) গদাইপুর ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী শেখ জিয়াদুল ইসলাম জিয়া। ৫) চাঁদখালী ইউনিয়ন পরিষদ। আ’লীগের বিদ্রোহী প্রার্থী শাহাজাদা মোঃ আবু ইলিয়াস। ৬) দেলুটি ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী রিপন কুমার মন্ডল। ৭) লতা ইউনিয়ন পরিষদ।আ’লীগের প্রার্থী কাজল কান্তি বিশ্বাস। ৮) লষ্কর ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী কে এম আরিফুজ্জামান। ৯) কপিলমুনি ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী মোঃ কাওছার আলী জোয়ার্দার।
বটিয়াঘাটা উপজেলায় ৩ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন ১) গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ। স্বতন্ত্র প্রার্থী মোঃ আসলাম হায়দার। ২) বালিয়া ডাঙ্গা ইউনিয়ন পরিষদ। আ’লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মোঃ আসাবুর রহমান। ৩) আমিরপুর ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী জি এম মিলন।
দাকোপ উপজেলায় ৭ ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন ১) পানখালী ইউনিয়ন পরিষদ। স্বতন্ত্র প্রার্থী মোঃ সাব্বির আহম্মেদ। ২) দাকোপ সদর ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী বিনয় কৃষ্ণ রায়। ৩) কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী মিহির মন্ডল। ৪) সুতার খালী ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী মাসুম আলী ফকির। ৫) কামারখোলা ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী পঞ্চানন কুমার মন্ডল। ৬) তিল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ। স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দীন গাজী। ৭) বাজুয়া ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী মানস কুমার রায়।
দিঘলিয়া উপজেলায় ৬ ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন ১) গাজীরহাট ইউনিয়ন পরিষদ। আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মফিজুল ইসলাম। ২) বারাকপুর ইউনিয়ন পরিষদ। আ’লীগের প্রার্থী গাজী জাকির হোসেন। ৩) দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ।আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ হায়দার আলী মোড়ল। ৪) সেনহাটী ইউনিয়ন পরিষদ। আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জিয়া গাজী। ৫) আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ। স্বতন্ত্র প্রার্থী এস এম ফরিদ আকতার। ৬) যোগীপোল ইউনিয়ন পরিষদ। আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুর রহমান লিংকন।
Please follow and like us: